বিষয়বস্তুতে চলুন

বাংলাদেশের রাজনৈতিক দলসমূহের তালিকা

পরীক্ষিত
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলাদেশে প্রধানত দ্বিদলীয় শাসনব্যবস্থা বিরাজমান। অর্থাৎ দুই দলের বাইরে অন্য কোনো দলের নামে নির্বাচনে জয়লাভ কারো পক্ষে অত্যন্ত কঠিন। এখানে প্রধান দুই দল পালাক্রমে দেশ শাসন করে থাকে।

নিবন্ধিত রাজনৈতিক দল

নির্বাচন কমিশন অনুসারে একটি দল নিবন্ধিত হিসেবে স্বীকৃত হয় যদি এটি নিচে তালিকাভুক্ত দুটি শর্ত পূরণ করে:[]

  1. একটি দলকে আগের দুটি সংসদ নির্বাচনে নির্বাচনী প্রতীক সহ অন্তত একটি আসন নিশ্চিত করতে হবে।
  2. যে সব আসনে তাদের প্রার্থীরা পূর্বোক্ত সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন, সেসব আসনে মোট ভোটের পাঁচ শতাংশ নিশ্চিত করা।
  3. একটি কার্যকরী কেন্দ্রীয় কার্যালয় স্থাপন করতে হবে, যে কোনো নামে এটিকে একটি কেন্দ্রীয় কমিটির নামে ডাকা যেতে পারে, কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় অফিস এবং অন্তত ১০০টি উপজেলা বা মেট্রোপলিটন থানাতে অফিস থাকতে হবে এবং প্রতিটি উপজেলায় দলের সদস্য হিসেবে কমপক্ষে ২০০ জন ভোটার থাকতে হবে।
রাজনৈতিক দলসমূহের তালিকা[]
নিবন্ধন নং নাম[] প্রতীক নেতা মতাদর্শ অবস্থান
০০১ লিবারেল ডেমোক্রেটিক পার্টি ছাতা অলি আহমেদ বাংলাদেশী জাতীয়তাবাদউদারনীতিবাদ , সামাজিক উদারনীতিবাদ কেন্দ্রপন্থী
০০২ জাতীয় পার্টি - জেপি বাইসাইকেল আনোয়ার হোসেন মঞ্জু বাংলাদেশী জাতীয়তাবাদ ডানপন্থী
০০৩ বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) চাকা দিলীপ বড়ুয়া মার্কসবাদ-লেনিনবাদ বামপন্থী
০০৪ কৃষক শ্রমিক জনতা লীগ গামছা আবদুল কাদের সিদ্দিকী মুজিববাদ মধ্য বাম, মধ্য
০০৫ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাস্তে মোঃ শাহ আলম সাম্যবাদ, মার্কসবাদ-লেনিনবাদ বামপন্থী
০০৬ বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা শেখ হাসিনা মুজিববাদ মধ্য বাম, মধ্য
০০৭ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ খালেদা জিয়া বাংলাদেশী জাতীয়তাবাদ মধ্য-ডান, ডানপন্থী
০০৮ গণতন্ত্রী পার্টি কবুতর ব্যারিস্টার আরশ আলী মধ্য বাম, মধ্য
০০৯ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি কুঁড়েঘর অধ্যাপক মোজাফফর আহমদ বামপন্থী
০১০ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি হাতুড়ী রাশেদ খান মেনন সাম্যবাদ, মার্কসবাদ-লেনিনবাদ বামপন্থী
০১১ বিকল্পধারা বাংলাদেশ কুলা একিউএম বদরুদ্দোজা চৌধুরী বাংলাদেশী জাতীয়তাবাদ মধ্য-ডান, ডানপন্থী
০১২ জাতীয় পার্টি লাঙ্গল জি এম কাদের বাংলাদেশী জাতীয়তাবাদ ডানপন্থী
০১৩ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মশাল হাসানুল হক ইনু সমাজতন্ত্র বামপন্থী
০১৪ বাংলাদেশ জামায়াতে ইসলামী[] দাড়িপাল্লা শফিকুর রহমান ইসলামি গণতন্ত্র ডানপন্থী
০১৫ জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি তারা আ স ম আব্দুর রব সমাজতন্ত্র বামপন্থী
০১৬ জাকের পার্টি গোলাপ ফুল মোস্তফা আমীর ফয়সল ইসলামবাদ ডানপন্থী
০১৭ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মই বজলুর রশীদ ফিরোজ সাম্যবাদ,

মার্কসবাদ-লেনিনবাদ

বামপন্থী
০১৮ বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি গরুরগাড়ী আন্দালিব রহমান পার্থ বাংলাদেশী জাতীয়তাবাদ ডানপন্থী
০১৯ বাংলাদেশ তরিকত ফেডারেশন ফুলের মালা সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী সুফিবাদ ডানপন্থী
০২০ বাংলাদেশ খেলাফত আন্দোলন বটগাছ আতাউল্লাহ হাফেজ্জী ইসলামবাদ ডানপন্থী
০২১ বাংলাদেশ মুসলিম লীগ হারিকেন বদরুদ্দোজা আহমেদ সুজা মুসলিম জাতীয়তাবাদ ডানপন্থী
০২২ ন্যাশনাল পিপলস্‌ পার্টি (এনপিপি) আম শেখ ছালাউদ্দীন ছালু বাংলাদেশী জাতীয়তাবাদ ডানপন্থী
০২৩ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ খেজুরগাছ জিয়া উদ্দিন ইসলামবাদ ডানপন্থী
০২৪ গণফোরাম উদীয়মান সূর্য কামাল হোসেন মধ্য বাম, মধ্য
০২৫ গণফ্রন্ট মাছ কেন্দ্রপন্থী
০২৬ প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি-পিডিপি নিবন্ধন বাতিল করা হয়েছে[] বাঘ
০২৭ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ গাভী জেবেল রহমান গানি মধ্য বাম, মধ্য
০২৮ বাংলাদেশ জাতীয় পার্টি কাঁঠাল ডানপন্থী
০২৯ ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন নিবন্ধন বাতিল করা হয়েছে[] চাবি
০৩০ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ার সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ ইসলামবাদ ডানপন্থী
০৩১ বাংলাদেশ কল্যাণ পার্টি হাতঘড়ি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম কেন্দ্রপন্থী
০৩২ ইসলামী ঐক্যজোট মিনার আব্দুল কাদির ইসলামবাদ ডানপন্থী
০৩৩ বাংলাদেশ খেলাফত মজলিস রিক্সা ইসমাঈল নূরপুরী ইসলামবাদ ডানপন্থী
০৩৪ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা সৈয়দ রেজাউল করিম ইসলামবাদ ডানপন্থী
০৩৫ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি এম এ মতিন ইসলামবাদ ডানপন্থী
০৩৬ জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা নিবন্ধন বাতিল করা হয়েছে[] হুক্কা তাসমিয়া প্রধান বাংলাদেশী জাতীয়তাবাদ
০৩৭ বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কোদাল বামপন্থী
০৩৮ খেলাফত মজলিস দেওয়াল ঘড়ি আব্দুল বাছিত আজাদ ইসলামবাদ ডানপন্থী
০৩৯ বাংলাদেশ ফ্রিডম পার্টি নিবন্ধন বাতিল করা হয়েছে[] কুড়াল রাফিন চৌধুরী,ডিউক

হুদা

ইসলামি সমাজতন্ত্র
০৪০ বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল হাত (পাঞ্জা) জুলফিকার বুলবুল মুসলিম জাতীয়তাবাদ ডানপন্থী
০৪১ বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) ছড়ি আব্দুর রাজ্জাক মুল্লাহ্ রাজু শিকদার মধ্য-ডান, ডানপন্থী
০৪২ বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ টেলিভিশন আবুল কালাম আজাদ ডানপন্থী
০৪৩ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম সিংহ ববি হাজ্জাজ ডানপন্থী
০৪৪ বাংলাদেশ কংগ্রেস ডাব এ্যাড. কাজী রেজাউল হোসেন ডানপন্থী
০৪৫ তৃণমূল বাংলাদেশ জাতীয়তাবাদী দল[] সোনালি আঁশ নাজমুল হুদা
০৪৬ ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ[] আপেল ইমাম হায়াত মানবতা মধ্য-বাম
ডানপন্থী
০৪৭ বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল[] মোটর গাড়ি শরীফ নুরুল আম্বিয়া সমাজতন্ত্র বামপন্থী
০৪৮ বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন[] নোঙর আব্দুর রহমান জাতীয়তাবাদ ডানপন্থী
০৪৯ বাংলাদেশ সুপ্রিম পার্টি[] একতারা শাহাজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ সুফিবাদ ডানপন্থী
০৫০ আমার বাংলাদেশ পার্টি ঈগল আব্দুল ওহাব মিনার প্রগতিশীল মধ্যমপন্থী
০৫১ গণ অধিকার পরিষদ ট্রাক নুরুল হক নুর প্রগতিশীল মধ্যমপন্থী
০৫২ নাগরিক ঐক্য কেটলি মাহমুদুর রহমান মান্না বামপন্থী
০৫৩ গণসংহতি আন্দোলন[] মাথাল জোনায়েদ সাকি বামপন্থী
  • ১৪, ২৬, ২৯, ৩৬ এবং ৩৯ নিবন্ধন নং সংবলিত দলের নিবন্ধন বাতিল করা হয়েছে। বর্তমান মোট দল সংখ্যা ৪৮ টি।[][][]

দল ও জোটসমূহ

সূত্র:[১][২][৩][৪]

জোট/দল পতাকা প্রতীক নেতা প্রতিদ্বন্দ্বিতাকারী আসনের সংখ্যা জোটের অধীনে প্রতিদ্বন্দ্বী আসন সংখ্যা
মহাজোট আওয়ামী লীগ শেখ হাসিনা
ওয়ার্কার্স পার্টি রাশেদ খান মেনন ৩৩
জাসদ হাসানুল হক ইনু ৯১
তরিকত ফেডারেশন সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ৪১
জাপা (মঞ্জু) আনোয়ার হোসেন মঞ্জু ২০
সাম্যবাদী দল দিলীপ বড়ুয়া
জাপা (এরশাদ) জি এম কাদের ২৮৬
তৃণমূল বিএনপি শমসের মবিন চৌধুরী ১৫১
কল্যাণ পার্টি বিকেপি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ২০ ২০ ৩৮
বিজেপি আবদুল মুকিত খান ১৩ ১৩
মুসলিম লীগ শেখ জুলফিকার বুলবুল চৌধুরী
বিএনএম আব্দুর রহমান ৪৯
বিএসপি সৈয়দ সাইফুদ্দিন আহমেদ ৮২
বিআইএফ এম. এ. মতিন ৩৭
বিএমএল বদরুদ্দোজা আহমেদ সুজা
আইএফবি বাহাদুর শাহ মুজাদ্দেদী ৩৯
জাকের পার্টি মোস্তফা আমিন ফয়সাল ২১৮
ইসলামী ঐক্যজোট আবুল হাসনাত আমিনী ৪৫
বিকেএ মওলানা আতাউল্লাহ ১৪
কৃষক শ্রমিক জনতা লীগ আবদুল কাদের সিদ্দিকী ৩৪
গণফ্রন্ট জাকির হোসেন ২৫
গণফোরাম কামাল হোসেন
এনপিপি শেখ সালাহুদ্দিন সালু ১৪২
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ জেবেল রহমান গানি
বিকল্পধারা বাংলাদেশ Bikalpadhara Bangladesh একিউএম বদরুদ্দোজা চৌধুরী ১৪
বিএসএম আব্দুর রাজ্জাক মোল্লা ৭৪
বিএনএফ এম. এ. আবুল কালাম আজাদ ৫৫
বাংলাদেশ কংগ্রেস কাজী রেজাউল হোসেন ১১৬

রাজনৈতিক জোটসমূহ

অনিবন্ধিত রাজনৈতিক দলসমূহ

আঞ্চলিক দলসমূহ

টীকা

  1. এই নিবন্ধন নম্বরে নিবন্ধিত ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২০১৮ সালে ইসি কর্তৃক এই দলটির নিবন্ধন বাতিল হয়।
  2. এই নিবন্ধন নম্বরে নিবন্ধিত ছিল প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি-পিডিপি। ২০২০ সালে ইসি কর্তৃক এই দলটির নিবন্ধন বাতিল হয়।
  3. এই নিবন্ধন নম্বরে নিবন্ধিত ছিল ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন। ২০১৮ সালে ইসি কর্তৃক এই দলটির নিবন্ধন বাতিল হয়।
  4. এই নিবন্ধন নম্বরে নিবন্ধিত ছিল জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা। ২০২১ সালে ইসি কর্তৃক এই দলটির নিবন্ধন বাতিল হয়।
  5. এই নিবন্ধন নম্বরে নিবন্ধিত ছিল বাংলাদেশ ফ্রিডম পার্টি। ২০১০ সালে ইসি কর্তৃক এই দলটির নিবন্ধন বাতিল হয়।

দল ও প্রতিক

জোট/দল পতাকা প্রতীক নেতা
মহাজোট আওয়ামী লীগ শেখ হাসিনা
ওয়ার্কার্স পার্টি রাশেদ খান মেনন
জাসদ হাসানুল হক ইনু
তরিকত ফেডারেশন সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী
জাপা (মঞ্জু) আনোয়ার হোসেন মঞ্জু
সাম্যবাদী দল দিলীপ বড়ুয়া
জাপা (এরশাদ) জি এম কাদের
তৃণমূল বিএনপি শমসের মবিন চৌধুরী
কল্যাণ পার্টি বিকেপি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম
বিজেপি আবদুল মুকিত খান
মুসলিম লীগ শেখ জুলফিকার বুলবুল চৌধুরী
বিএনএম আব্দুর রহমান
বিএসপি সৈয়দ সাইফুদ্দিন আহমেদ
বিআইএফ এম. এ. মতিন
বিএমএল বদরুদ্দোজা আহমেদ সুজা
আইএফবি বাহাদুর শাহ মুজাদ্দেদী
জাকের পার্টি মোস্তফা আমিন ফয়সাল
ইসলামী ঐক্যজোট আবুল হাসনাত আমিনী
বিকেএ মওলানা আতাউল্লাহ
কৃষক শ্রমিক জনতা লীগ আবদুল কাদের সিদ্দিকী
গণফ্রন্ট জাকির হোসেন
গণফোরাম কামাল হোসেন
এনপিপি শেখ সালাহুদ্দিন সালু
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ জেবেল রহমান গানি
বিকল্পধারা বাংলাদেশ একিউএম বদরুদ্দোজা চৌধুরী
বিএসএম আব্দুর রাজ্জাক মোল্লা
বিএনএফ এম. এ. আবুল কালাম আজাদ
বাংলাদেশ কংগ্রেস কাজী রেজাউল হোসেন
গণ অধিকার পরিষদ নুরুল হক নুর

সুত্র:[৫][৬][৭][৮]

তথ্যসূত্র

  1. "রাজনৈতিক দল নিবন্ধন আইন ২০২০" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ জুন ২০২০। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২০ 
  2. "Bangladesh Election Commission"www.ecs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০৪ 
  3. "রাজনৈতিক দলের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২০ 
  4. প্রতিবেদক, নিজস্ব। "ইসির নিবন্ধন পেল হুদার 'তৃণমূল বিএনপি'"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৩-০২-১৮ 
  5. ঢাকা, সামছুর রহমান। "নতুন নিবন্ধিত দল ইনসানিয়াত বিপ্লবের নেতৃত্বে কারা"www.prothomalo.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৬ 
  6. "নিবন্ধন পেল বাংলাদেশ জাসদ"bdnews24.com। ২১ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২৩ 
  7. "চূড়ান্ত নিবন্ধন পেল রাজনৈতিক দল বিএনএম ও বিএসপি"দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২১ 
  8. প্রতিবেদক, নিজস্ব (২০২৪-০৯-১৭)। "ইসিতে নিবন্ধন পেল গণসংহতি আন্দোলন"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-১৭ 
  9. "কোন রাজনৈতিক দলের নিবন্ধন নম্বর কত?"Bangla Tribune। ২০২৩-০২-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০২-১৮